মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৮৫
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৫। হযরত রাফে' ইবনে খাদীজ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ন্যায়নিষ্ঠার সহিত যাকাত উসূলকারী কর্মী বাড়ীতে ফিরিয়া আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জেহাদকারী গাজীর ন্যায়। –আবু দাউদ ও তিরমিযী
اَلْفَصْلُ الثَّانِى
وَعَن رَافع بن خديح قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَامِلُ عَلَى الصَّدَقَةِ بِالْحَقِّ كَالْغَازِي فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ إِلَى بَيْتِهِ» . رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান