মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৮৪
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৪। হযরত বশীর ইবনে খাছাছিয়া (রাঃ) বলেন, আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্ ! যাকাত উসূলকারীগণ আমাদের প্রতি অবিচার করিয়া থাকেন। সুতরাং আমরা কি অবিচার পরিমাণ আমাদের মাল গোপন করিয়া রাখিতে পারি? হুযূর বলিলেনঃ না। – আবু দাউদ
اَلْفَصْلُ الثَّانِى
وَعَنْ بَشِيرِ بْنِ الْخَصَاصِيَّةِ قَالَ: قُلْنَا: أَنَّ أَهْلَ الصَّدَقَةِ يَعْتَدُونَ عَلَيْنَا أَفَنَكْتُمُ مِنْ أَمْوَالِنَا بِقَدْرِ مَا يَعْتَدُونَ؟ قَالَ: «لَا» رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এ সকল হাদীস হইতে বাহ্যতঃ বুঝা যায় যে, হুযূর কর্তৃক নিযুক্ত কর্মচারীগণ যাকাত উসূল ব্যাপারে সাধারণের প্রতি অবিচার করিতেন। বস্তুতঃ তাহা নহে। আসল ব্যাপার হইল এই যে, আরবে কোন সুগঠিত সরকার ছিল না। লোকেরাও যাকাত বা রাজস্ব দানে অভ্যস্ত ছিল না, অপর দিকে যাকাত উসূলকারী কর্মচারীগণ চাহিতেন, তাহাদের মালের পুঙ্খানুপুঙ্খ হিসাব। ইহা তাহাদের নিকট অবিচার বোধ হইত। পরবর্তীকালে কতক গোত্রের যাকাত আদায়ে অস্বীকৃতির মূলেও এই ভাবই কার্যকরী ছিল।
