মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৮৩
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৩। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ বাজালী (রাঃ) বলেন, একবার গ্রাম্য আরবদের কতক লোক রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযূর ! যাকাত উসূলকারী লোকেরা আমাদের নিকট যাইয়া আমাদের প্রতি অবিচার করেন। হুযূর বলিলেনঃ তোমরা তোমাদের যাকাত উসূলকারীদিগকে সন্তুষ্ট রাখিবে। তাহারা বলিল, ইয়া রাসূলাল্লাহ্। যদিও তাহারা আমাদের প্রতি অবিচার করে? হুযূর বলিলেন, তোমরা তোমাদের যাকাত উসূলকারীদিগকে সন্তুষ্ট রাখিবে (অর্থাৎ, যাকাত দিবে) যদিও তোমাদের উপর অবিচার করা হয়। –আবু দাউদ
اَلْفَصْلُ الثَّانِى
عَن جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: جَاءَ نَاسٌ يَعْنِي مِنَ الْأَعْرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: إِنَّ نَاسًا مِنَ المصدقين يَأْتُونَا فيظلمونا قَالَ: فَقَالَ: «أَرْضُوا مُصَدِّقِيكُمْ وَإِنْ ظُلِمْتُمْ» رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
অবিচারের প্রতিকারে যাকাত বন্ধ করিবে না। অবিচারের ফল তাহারা ভোগ করিবে।
