মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৭- যাকাতের অধ্যায়
হাদীস নং: ১৭৮২
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮২। হযরত জাবের ইবনে আতীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ শীঘ্র তোমাদের নিকট (যাকাত উসূলের জন্য) কতক সওয়ারী আসিবে, যাহাদিগকে তোমরা পছন্দ করিবে না। কিন্তু যখন তাহারা আসিবে, তাহাদিগকে স্বাগতম জানাইবে এবং তাহারা যাহা চাহিবে, তাহা তাহাদিগকে দিবে। যদি তাহারা তোমাদের সহিত ইসাফ করে, তাহাদের মঙ্গল হইবে, আর যদি যুলুম করে, তাহা তাহাদের অমঙ্গলের কারণ হইবে। কিন্তু তোমরা তাহাদিগকে সন্তুষ্ট রাখিতে চেষ্টা করিবে। কেননা, তাহাদের সন্তুষ্টির মধ্যেই তোমাদের যাকাতের পূর্ণতা রহিয়াছে এবং তাহারাও যেন তোমাদের জন্য দোআ করে। –আবু দাউদ ব্যাখ্যাঃ যাকাত লাভের পর যাকাত দানকারীদের জন্য দো'আ করার নির্দেশ কুরআনে রহিয়াছে।
اَلْفَصْلُ الثَّانِى
عَن جَابِرِ بْنِ عَتِيكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَيَأْتِيكُمْ رُكَيْبٌ مُبَغَّضُونَ فَإِذا جاؤكم فَرَحِّبُوا بِهِمْ وَخَلُّوا بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَبْتَغُونَ فَإِنْ عَدَلُوا فَلِأَنْفُسِهِمْ وَإِنْ ظَلَمُوا فَعَلَيْهِمْ وَأَرْضُوهُمْ فَإِنَّ تَمَامَ زَكَاتِكُمْ رِضَاهُمْ وَلْيَدْعُوا لَكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُد
