মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৭৮৬
দ্বিতীয় অনুচ্ছেদ
১৭৮৬। আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদার মাধ্যমে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ আনান ও সরান কোনটিই সিদ্ধ নহে। যাকাত তাহাদের বাড়ীতে ছাড়া উসূল করা যাইবে না। –আবু দাউদ
اَلْفَصْلُ الثَّانِى
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا جَلَبَ وَلَا جَنَبَ وَلَا تُؤْخَذُ صَدَقَاتُهُمْ إِلَّا فِي دُورِهِمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

হাদীসের ব্যাখ্যা:

'আনান—মূলে 'জালাব' শব্দ রহিয়াছে। ইহার অর্থ যাকাত উসূলকারী কর্মচারী গৃহস্থের বাড়ী হইতে দূরে বসিয়া যাকাতের গরু-ছাগল তথায় হাজির করিতে বলা। সরান—মূলে ‘যানাব' শব্দ রহিয়াছে। ইহার অর্থ গৃহস্থদের পক্ষে গরু-ছাগল বাড়ী হইতে দূরে সরাইয়া রাখা এবং যাকাত কর্মচারীদিগকে তথায় যাইতে বলা। ইহার কোনটিই জায়েয নহে। 'বাড়ী' এখানে সাধারণতঃ গরু-ছাগল যেখানে রাখা হয়, সে স্থানকেই বুঝান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান