মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪৯
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৯। বুখারী হইতে তা'লীকরূপে বর্ণিত আছে, যখন হযরত হাসান ইবনে হাসান ইবনে আলী [(রাঃ) অর্থাৎ, ইমাম হাসান মোসান্না] ইন্তেকাল করিলেন, তাঁহার স্ত্রী তাঁহার কবরের উপর একটি তাঁবু খাটাইলেন এবং এক বৎসরকাল তথায় শোক প্রকাশ করিলেন। অতঃপর উহা উঠাইয়া ফেলিলেন। তখন তিনি এক অদৃশ্য শব্দকারীকে বলিতে শুনিলেন, “তাহারা কি পাইয়াছে যাহা তাহারা হারাইয়াছে?” অপর কেহ তাহার উত্তরে বলিল, না; বরং তাহারা নিরাশ হইয়াছে এবং প্রত্যাবর্তন করিয়াছে।
وَعَنِ الْبُخَارِيِّ تَعْلِيقًا قَالَ: لَمَّا مَاتَ الْحَسَنُ بن الْحسن بن عَليّ ضَرَبَتِ امْرَأَتُهُ الْقُبَّةَ عَلَى قَبْرِهِ سَنَةً ثُمَّ رَفَعَتْ فَسَمِعَتْ صَائِحًا يَقُولُ: أَلَا هَلْ وَجَدُوا مَا فَقَدُوا؟ فَأَجَابَهُ آخَرُ: بَلْ يَئِسُوا فَانْقَلَبُوا
