মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৪৮
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কন্যা যয়নব মারা গেল, আর মেয়েলোকেরা (তাহার জন্য) কাঁদিতে লাগিল এবং হযরত ওমর তাহাদিগকে আপন চাবুক দ্বারা মারিতে লাগিলেন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে আপন হাত দ্বারা সরাইয়া দিলেন এবং বলিলেনঃ আস্তে হে ওমর! অতঃপর মেয়েলোকদিগকে (লক্ষ্য করিয়া) বলিলেন, খবরদার তোমরা শয়তানের ন্যায় চীৎকার করিও না। পুনরায় বলিলেন, দেখ, যাহা চক্ষু হইতে বাহির হয় এবং যাহা অন্তর অনুভব করে তাহা আল্লাহর পক্ষ হইতে রহমত, আর যাহা হাত ও মুখ হইতে প্রকাশিত হয়, (অর্থাৎ, মাথায় বুকে করাঘাত ও বিলাপ) তাহা শয়তানের পক্ষ হইতে। —আহমদ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: مَاتَتْ زَيْنَبُ بِنْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَكَتِ النِّسَاء فَجعل عُمَرُ يَضْرِبُهُنَّ بِسَوْطِهِ فَأَخَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ: «مهلا يَا عمر» ثُمَّ قَالَ: «إِيَّاكُنَّ وَنَعِيقَ الشَّيْطَانِ» ثُمَّ قَالَ: «إِنَّهُ مَهْمَا كَانَ مِنَ الْعَيْنِ وَمِنَ الْقَلْبِ فَمِنَ اللَّهِ عَزَّ وَجَلَّ وَمِنَ الرَّحْمَةِ وَمَا كَانَ مِنَ الْيَدِ وَمِنَ اللِّسَانِ فَمِنَ الشَّيْطَانِ» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৪৮ | মুসলিম বাংলা