মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪৭
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পরিবারের এক ব্যক্তি মারা গেলেন, আর তাহার জন্য স্ত্রীলোকেরা একত্র হইয়া কাঁদিতে লাগিল। হযরত ওমর তাহাদিগকে বাধা দিতে লাগিলেন এবং তাড়াইতে লাগিলেন। ইহা দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হে ওমর! ছাড় ইহাদিগকে। কেননা, তাহাদের চক্ষু অশ্রু বিসর্জন দিতেছে, অন্তর বিপদগ্রস্ত এবং বিপদও সদ্যাগত। (অর্থাৎ, এসময় বিলাপ ছাড়া কাঁদা দূষণীয় নহে।) — আহমদ ও নাসায়ী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مَاتَ مَيِّتٌ مِنْ آلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاجْتَمَعَ النِّسَاءُ يَبْكِينَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ يَنْهَاهُنَّ وَيَطْرُدُهُنَّ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُنَّ فَإِنَّ الْعَيْنَ دَامِعَةٌ وَالْقَلْبَ مُصَابٌ وَالْعَهْدَ قَرِيبٌ» . رَوَاهُ أَحْمد وَالنَّسَائِيّ
