মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৫০
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫০। হযরত ইমরান ইবনে হোসাইন ও আবু বারযা (রাঃ) বলেন, একদা আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত এক ব্যক্তির জানাযাতে গেলাম। হুযুর একদল লোককে দেখিলেন, তাহারা (শোক প্রকাশের উদ্দেশ্যে) নিজেদের গায়ের চাদরসমূহ ফেলিয়া দিয়াছে এবং শুধু একটি পিরান পরিয়া চলাফেরা করিতেছে, ইহা দেখিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমরা কি জাহেলিয়াতের অনুরূপ করিতেছ ? নিশ্চয়, আমি ইচ্ছা করিয়াছি তোমাদের জন্য এমন বদ দোআ করিব, যাহাতে তোমরা তোমাদের অন্য অবয়বে পরিবর্তিত হইয়া যাও। রাবী বলেন, ইহা শুনিয়া তাহারা নিজেদের চাদর গায়ে দিল এবং আর কখনও ইহার পুনরাবৃত্তি করিল না। —ইবনে মাজাহ্
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَأَبِي بَرْزَةَ قَالَا: خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى قَوْمًا قَدْ طَرَحُوا أَرْدَيْتَهُمْ يَمْشُونَ فِي قُمُصٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبِفِعْلِ الْجَاهِلِيَّةِ تَأْخُذُونَ؟ أَوْ بِصَنِيعِ الْجَاهِلِيَّةِ تَشَبَّهُونَ؟ لَقَدْ هَمَمْتُ أَنْ أَدْعُوَ عَلَيْكُمْ دَعْوَةً تَرْجِعُونَ فِي غَيْرِ صُوَرِكُمْ» قَالَ: فَأخذُوا أرديتهم وَلم يعودوا لذَلِك. رَوَاهُ ابْن مَاجَه
