মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪০
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪০। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ যে ব্যক্তির জন্য বিলাপ করা হইবে, কিয়ামতের দিন তাহাকে বিলাপে যাহা বলা হইয়াছে, তাহা দ্বারা শাস্তি দেওয়া হইবে। – মোত্তাঃ
عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «من نِيحَ عَلَيْهِ فَإِنَّهُ يُعَذَّبُ بِمَا نِيحَ عَلَيْهِ يَوْم الْقِيَامَة»
হাদীসের ব্যাখ্যা:
'বিলাপে যাহা বলা হইয়াছে'—অর্থাৎ, বিলাপে তাহার যে সকল গুণের উল্লেখ করা হইয়াছে, কিয়ামতের দিন সে-সকল গুণের উল্লেখ করিয়া বলা হইবে, তুমি না দুনিয়াতে এত গুণের অধিকারী ছিলে? শাস্তি দেওয়া হইবে যদি সে বিলাপে রাযী থাকে।
