মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭৪১
৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৪১। সাহাবিয়া হযরত আমরাহ্ বিনতে আব্দুর রহমান ইবনে সা'দ হইতে বর্ণিত আছে, তিনি বলিয়াছেন, আমি হযরত আয়েশাকে বলিতে শুনিয়াছি, যখন তাঁহার নিকট বলা হইয়াছিল যে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর বলিয়া থাকেন, মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়, তাহার জন্য জীবিত ব্যক্তিদের রোদনের কারণে। আল্লাহ্ আবু আব্দুর রহমানকে ক্ষমা করুন— তিনি (নবী করীমের নামে) মিথ্যা কথা বলিতেছেন না, তবে তিনি (তাঁহার কথা) ভুলিয়া গিয়াছেন অথবা (তাঁহার কথা) ভুল বুঝিয়াছেন। আসল ঘটনা হইল এই যে, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) একটি ইহুদী স্ত্রীলোকের কবরের নিকট দিয়া যাইতেছিলেন, যাহার জন্য রোদন করা হইতেছিল। তখন হুযূর (ﷺ) বলিলেনঃ তাহারা তাহার জন্য (তাহার গুণ গাহিয়া) রোদন করিতেছে, অথচ তাহাকে তাহার কবরে শাস্তি দেওয়া হইতেছে। — মোত্তাঃ
وَعَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ عَائِشَةَ وَذُكِرَ لَهَا أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ: إِنَّ الْمَيِّتَ لَيُعَذَّبُ بِبُكَاءِ الْحَيِّ عَلَيْهِ تَقُولُ: يَغْفِرُ اللَّهُ لِأَبِي عَبْدِ الرَّحْمَنِ أَمَا إِنَّهُ لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ نَسِيَ أَوْ أَخْطَأَ إِنَّمَا مَرَّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى يَهُودِيَّةٍ يُبْكَى عَلَيْهَا فَقَالَ: «إِنَّهُمْ لَيَبْكُونَ عَلَيْهَا وَإِنَّهَا لتعذب فِي قبرها»
হাদীসের ব্যাখ্যা:
বিবি আয়েশার কথার সার এই যে, নবী করীম (ﷺ) এখানে এ কথা বলেন নাই যে, পরিবারের লোকের ক্রন্দনের কারণেই ইহার শাস্তি হইতেছে; বরং তিনি বলিয়াছেন যে, তাহারা বিলাপে তাহার গুণ কীর্তন করিতেছে, আর এখানে কবরে তাহার শাস্তি হইতেছে। সুতরাং আবদুল্লাহ্ ইবনে ওমর ও তাঁহার পিতা হযরত ওমর ইবনুল খাত্তাবের পক্ষে পরিবারের লোকের ক্রন্দনকে মৃত ব্যক্তির শাস্তির কারণ বলা ঠিক হইতেছে না। হযরত ওমর যে এইরূপ কথা বলিতেন তাহা সম্মুখের হাদীসে জানা যাইবে।
