মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭৩৯
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৩৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে জা'ফর (রাঃ) বলেন, যখন (মুতা হইতে, আমার পিতা) জা'ফর (ইবনে আবু তালেব)-এর মৃত্যু সংবাদ পৌঁছিল, তখন নবী করীম (ﷺ) (আপন পরিবারকে) বলিলেনঃ জা'ফরের পরিবারের জন্য খানা তৈয়ার কর। কেননা, তাহাদের নিকট এমন দুঃসংবাদ পৌঁছিয়াছে যাহা তাহাদিগকে খানা তৈয়ার করা হইতে বিরত রাখিবে। – তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: لَمَّا جَاءَ نَعْيُ جَعْفَرٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: صانعوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ مَا يَشْغَلُهُمْ)

رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস হইতে বুঝা গেল যে, মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের পক্ষে মৃত ব্যক্তির পরিবারের জন্য খানা তৈয়ার করা উচিত (মোস্তাহাব)। তবে তিন দিনের বাহিরে নহে। হযরত জা'ফর হুযুরের চাচাত ভাই এবং হযরত আলীর বড় ভাই ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭৩৯ | মুসলিম বাংলা