মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭১৮
৬. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৮। তাবেয়ী ইবনে আবি মুলাইকা (রঃ) বলেন, যখন হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর [(রাঃ) মক্কার নিকবর্তী] 'হুবশিয়া' নামক স্থানে ইন্তেকাল করেন, তখন তাঁহাকে মক্কায় আনা হয় এবং তথায় দাফন করা হয়। অতঃপর (তাঁহার ভগ্নী) বিবি আয়েশা যখন মক্কা গমন করেন, আব্দুর রহমান ইবনে আবু বকরের কবরের নিকট যান এবং (কবি তামীম ইবনে নুওয়ায়রার এই দুইটি পংক্তি) আবৃত্তি করেন, “দীর্ঘ দিন যাবৎ আমরা (দুই ভাইবোন) জাযীমার দুই সহচরের ন্যায় কাল যাপন করিতেছিলাম, যাহাতে বলা হইয়াছিল যে, তাহারা আর কখনও বিচ্ছিন্ন হইবে না—কিন্তু আমরা যখন বিচ্ছিন্ন হইলাম, দীর্ঘ দিন এক সাথে থাকা সত্ত্বেও মনে হইতেছে যে, আমরা এক রাত্রিও এক সাথে বাস করি নাই।” অতঃপর তিনি বলিলেন, আল্লাহর কসম ! যদি আমি আপনার মৃত্যুকালে উপস্থিত থাকিতাম, তাহা হইলে আপনি যেখানে ইন্তেকাল করিয়াছেন, সেখানে ছাড়া অন্য কোথাও আপনাকে দাফন করিতাম না এবং যদি আমি দাফনে উপস্থিত থাকিতাম, তবে এখন আপনার যেয়ারতেও আসিতাম না। —তিরমিযী
وَعَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ قَالَ: لَمَّا تُوُفِّيَ عبد الرَّحْمَن بن أبي بكر بالحبشي (مَوضِع قريب من مَكَّة)

وَهُوَ مَوْضِعٌ فَحُمِلَ إِلَى مَكَّةَ فَدُفِنَ بِهَا فَلَمَّا قَدِمَتْ عَائِشَةُ أَتَتْ قَبْرَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ فَقَالَتْ:

وَكُنَّا كَنَدْمَانَيْ جَذِيمَةَ حِقْبَةً مِنَ الدَّهْرِ حَتَّى قِيلَ لَنْ يَتَصَدَّعَا

فَلَمَّا تَفَرَّقْنَا كَأَنِّي وَمَالِكًا لِطُولِ اجْتِمَاعٍ لَمْ نَبِتْ لَيْلَةً مَعَا

ثُمَّ قَالَتْ: وَاللَّهِ لَوْ حَضَرْتُكَ مَا دُفِنْتَ إِلَّا حَيْثُ مُتَّ وَلَوْ شهدتك مَا زرتك رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল, যে যেখানে মরে তাহাকে সেখানে দাফন করাই সুন্নত বা উত্তম এবং স্ত্রীলোকের পক্ষে যিয়ারতে বাহির হওয়া অপেক্ষা না হওয়াই উত্তম।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭১৮ | মুসলিম বাংলা