মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭১৭
৬. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ তোমাদের কেহ যখন মরিবে, তাহাকে ঘরে আব্দ্ধ রাখিবে না এবং তাড়াতাড়ি তাহাকে তাহার কবরে পৌঁছাইয়া দিবে। অতঃপর তাহার মাথার নিকট সূরা বাকারার প্রথম দিক এবং পায়ের দিকে বাকারার শেষের দিক পাঠ করিবে। —বায়হাকী ইহা তাঁহার শোআবুল ঈমানে বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন যে, ইহা মউকুফ হাদীস অর্থাৎ, হুযুরের বাণী নহে, আব্দুল্লাহর বাণী।
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا مَاتَ أَحَدُكُمْ فَلَا تَحْبِسُوهُ وَأَسْرِعُوا بِهِ إِلَى قَبْرِهِ وَلْيُقْرَأْ عِنْدَ رَأْسِهِ فَاتِحَةُ الْبَقَرَةِ وَعِنْدَ رِجْلَيْهِ بِخَاتِمَةِ الْبَقَرَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان. وَقَالَ: وَالصَّحِيح أَنه مَوْقُوف عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
বাকারার প্রথম দিক 'মুফলিহূন' পর্যন্ত আর শেষের দিক 'আ-মানাররাসূলু' হইতে শেষ পর্যন্ত।
