মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭১৬
৬. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৬। হযরত আমর ইবনুল আস (রাঃ) মরণকালে তাঁহার পুত্র (আব্দুল্লাহ্)-কে বলিয়াছিলেন, যখন আমি মরিয়া যাইব, তখন যেন আমার সাথে কোন বিলাপকারিণী স্ত্রীলোক এবং আগুন না থাকে। যখন তোমরা আমাকে দাফন করিবে, আমার উপর ধীরে ধীরে মাটি ঢালিবে। অতঃপর তোমরা আমার কবরের পার্শ্বে অবস্থান করিবে, যতক্ষণ সময় একটি উট যবেহ্ করিয়া উহার গোশত বন্টন করিতে লাগে — যাহাতে আমি তোমাদের কারণে স্বস্তি লাভ করিতে পারি এবং আমার পরওয়ারদেগারের প্রেরিত ফেরেস্তাগণকে কি উত্তর দিয়া বিদায় করিব তাহা বুঝিতে পারি। —মুসলিম
وَعَنْ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ لِابْنِهِ وَهُوَ فِي سِيَاقِ الْمَوْتِ: إِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا يُنْحَرُ جَزُورٌ وَيُقَسَّمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَعْلَمَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

জাহেলিয়াত যুগে মুর্দার সাথে বিলাপকারিণী স্ত্রীলোকেরা যাইত এবং সাথে আগুন রাখিত। ইহা তখনকার দিনে শোক প্রকাশের রীতি ছিল। কাহারও আত্মীয়া রোদনকারিণী না থাকিলে, ভাড়া করিয়া রোদনকারিণী আনা হইত। ইসলাম ইহাকে রহিত করিয়া দিয়াছে। দাফন করিয়া কিছুক্ষণ তথায় অপেক্ষা করা এবং মুর্দাকে মুনকার নকীরের প্রশ্নের উত্তর তলকীন করা, অতঃপর কিছু দো'আ দরূদ পড়িয়া উহার সওয়াব মুর্দাকে বখশিশ করা মোস্তাহাব। কোন কোন রেওয়ায়তে সূরা ফাতেহা, সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়ার কথা বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭১৬ | মুসলিম বাংলা