মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭১৯
৬. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭১৯। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত সা'দ ইবনে মুআযকে কবরে নামাইয়াছিলেন এবং তাঁহার কবরের উপর পানি ছিটাইয়া ছিলেন। —ইবনে মাজাহ্
وَعَنْ أَبِي رَافِعٍ قَالَ: سَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَعْدًا وَرَشَّ عَلَى قَبره مَاء. رَوَاهُ ابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ মুর্দার উপর আল্লাহর রহমত বর্ষিত হইতেছে কল্পনা করিয়াই পানি ছিটান হইত অথবা মাটি শক্ত করার উদ্দেশ্যেই এইরূপ করা হইত ।
