মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০৫
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁহার মাথার দিক হইতে কবরে নামান হইয়াছিল। — ইমাম শাফেয়ী
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: سُلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ قِبَلِ رَأْسِهِ. رَوَاهُ الشَّافِعِي

হাদীসের ব্যাখ্যা:

শাফেয়ীর মাযহাব মতে মুর্দাকে এইরূপ কবরে নামানোই সুন্নত। কিন্তু অন্যান্য হাদীস অনুসারে হানাফী মাযহাবে কবরের ডান দিক হইতে কবরে নামানোই সুন্নত। হুযূরের কবর শরীফের ডান দিকে জায়গা ছিল না বিধায়ই হুযূরকে কবরের পিছনে রাখিয়া শির মোবারক ধরিয়া কবরে নামান হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭০৫ | মুসলিম বাংলা