মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৭০৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৬। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার নবী করীম (ﷺ) একটি কবরে প্রবেশ করিলেন রাতে। অতএব, তাঁহার জন্য বাতি জ্বালান হইল, অতঃপর তিনি মুর্দাকে কেবলার দিক (ডানদিক) হইতে গ্রহণ করিলেন এবং বলিলেনঃ আল্লাহ্ তোমায় রহম করুন! তুমি ছিলে বড় কোমল প্রাণ, বড় কুরআন তেলাওয়াতকারী। — তিরমিযী
كتاب الجنائز
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ قَبْرًا لَيْلًا فَأُسْرِجَ لَهُ بسراج فَأخذ مِنْ قِبَلِ الْقِبْلَةِ وَقَالَ: «رَحِمَكَ اللَّهُ إِنْ كُنْتَ لَأَوَّاهًا تَلَّاءً لِلْقُرْآنِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ فِي شرح السّنة: إِسْنَاده ضَعِيف
হাদীসের ব্যাখ্যা:
শরহে সুন্নাহ্য় হাদীসটিকে যঈফ বলা হইয়াছে। কিন্তু তিরমিযী বলিয়াছেন, এই মর্মে হযরত জাবের ও ইয়াযীদ ইবনে সাবেত হইতেও হাদীস বর্ণিত আছে এবং ইবনে আব্বাসের এই হাদীস হাসান এবং সহীহ্। এ হাদীস হইতে দুইটি কথা বুঝা যাইতেছে, রাতে মুর্দা দাফন করা জায়েয এবং কেবলার দিক হইতে মুর্দাকে কবরে নামান উচিত।