মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০৪
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৪। হযরত জাবের (রাঃ) বলেন, যখন ওহুদের ঘটনা ঘটিল, আমার ফুফু আমার পিতা (আব্দুল্লাহ্)কে আমাদের কবরস্তানে দাফন করার জন্য (মদীনায়) লইয়া আসিলেন। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে এক ঘোষণাকারী ঘোষণা করিল! ওহে, তোমরা নিহতদিগকে তাহাদের শয়নস্থলে (ওহুদে) ফিরাইয়া আন। – আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও দারেমী; কিন্তু পাঠ তিরমিযীর।
وَعَنْ جَابِرٍ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ جَاءَتْ عَمَّتِي بِأَبِي لِتَدْفِنَهُ فِي مَقَابِرِنَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُدُّوا الْقَتْلَى إِلَى مَضَاجِعِهِمْ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ وَلَفظه لِلتِّرْمِذِي

হাদীসের ব্যাখ্যা:

ইহা হইতে বুঝা গেল যে, যে ব্যক্তি যেখানে মারা যায়, তাহাকে তথাকার গোরস্থানে দাফন করাই উত্তম। অবশ্য, আবশ্যক হইলে অন্যত্রও নেওয়া যাইতে পারে; কিন্তু দাফন করা হইয়া গেলে কবর খুঁড়িয়া অন্যত্র নেওয়া যায় না যদি না তাহাকে অন্যের যমীনে অনধিকারে দাফন করা হয় এবং যমীনের মালিক তাহাতে গররাযী থাকে অথবা এইরূপ অপর কোন সঙ্গীন যরূরত দেখা না দেয়। বিস্তারিত বিবরণ ফেকাহর কিতাবে দ্রষ্টব্য।
tahqiqতাহকীক:তাহকীক চলমান