মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৭০৩
৬. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির দাফনের বর্ণনা
১৭০৩। হযরত হেশাম ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) ওহুদের যুদ্ধের দিন বলিয়াছিলেনঃ (শহীদগণের জন্য) তোমরা কবর খুঁড়, উহাকে প্রশস্ত কর, খুব গভীর কর, এবং খুব সুন্দর কর। অতঃপর দুই কি তিন ব্যক্তি করিয়া এক এক কবরে রাখ এবং যিনি কুরআন অধিক জানিতেন, তাহাকেই প্রথমে (কেবলার দিকে) রাখ! – আহমদ, তিরমিযী, আবু দাউদ ও নাসায়ী। ইবনে মাজাহ্ ইহাকে 'সুন্দর করা পর্যন্ত রেওয়ায়ত করিয়াছেন।
وَعَنْ هِشَامِ بْنِ عَامِرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ أُحُدٍ: «احْفُرُوا وَأَوْسِعُوا وَأَعْمِقُوا وَأَحْسِنُوا وَادْفِنُوا الِاثْنَيْنِ وَالثَّلَاثَةَ فِي قبر وَاحِد وَقدمُوا أَكْثَرهم قُرْآنًا» . رَوَاهُ أمد وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَرَوَى ابْنُ مَاجَهْ إِلَى قَوْله وأحسنوا

হাদীসের ব্যাখ্যা:

ঠেকার সময়েই এক কবরে একাধিক ব্যক্তিকে দাফন করা যাইতে পারে, অন্যথায় নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৭০৩ | মুসলিম বাংলা