মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৮৪
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৪। ইমাম জা'ফর সাদেক তাঁহার পিতা ইমাম মুহাম্মাদ বাকের হইতে বর্ণনা করেন যে, ইমাম হাসান ইবনে আলী এক জায়গায় বসিয়াছিলেন, এমন সময় তাহার নিকট দিয়া একটি লাশ লইয়া যাওয়া হইল। লোক উহার জন্য দাঁড়াইয়া রহিল, যাবৎ না উহা স্থান অতিক্রম করিল। (ইহা দেখিয়া) ইমাম হাসান বলিলেন, শুন! একবার একটি ইহুদীর লাশ লইয়া যাওয়া হইতেছিল; আর রাসূলুল্লাহ্ (ﷺ) তখন উহার রাস্তায় বসিয়াছিলেন।" তখন তিনি নাপছন্দ করিলেন যে, একটি ইহুদীর লাশ তাঁহার মাথার উপর থাকিবে। অতএব, তিনি উঠিয়া দাঁড়াইলেন। —নাসায়ী
وَعَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ أَنَّ الْحَسَنَ بْنَ عَلِيٍّ كَانَ جَالِسًا فَمُرَّ عَلَيْهِ بِجَنَازَةٍ فَقَامَ النَّاسُ حَتَّى جَاوَزَتِ الْجَنَازَةُ فَقَالَ الْحَسَنُ: إِنَّمَا مُرَّ بِجَنَازَةِ يَهُودِيٍّ وَكَانَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى طَرِيقِهَا جَالِسا وَكره أَن تعلوا رَأسه جَنَازَة يَهُودِيّ فَقَامَ. رَوَاهُ النَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
ইমাম হাসান (রাঃ) হুযুরের ইহুদীর লাশ দেখিয়া দাঁড়াইবার যে কারণ দর্শাইয়াছেন বলিয়া ইমাম বাকের বলিতেছেন, তাহা অপর হাদীসের সহিত খাপ খাইতেছে না। মুহাদ্দেসগণ হাদীসটি মুকাতে' বলিয়াছেন। কেননা, ইমাম বাকের তাঁহার দাদা হযরত ইমাম হাসানকে দে
