মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৮৩
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮৩। তাবেয়ী মুহাম্মাদ ইবনে সীরীন (রঃ) বলেন, একবার একটি লাশ হযরত ইমাম হাসান ইবনে আলী ও হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাসের নিকট দিয়া অতিক্রম করিল। এ সময় হযরত হাসান দাঁড়াইলেন এবং হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস দাঁড়াইলেন না। তখন হযরত হাসান বলিলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কি একটি ইহুদী লাশের জন্য দাঁড়ান নাই। তিনি বলিলেন, হ্যাঁ; কিন্তু পরে তিনি বসিয়া থাকিতেন। – নাসায়ী
وَعَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: إِنَّ جَنَازَةً مَرَّتْ بِالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ فَقَامَ الْحَسَنُ وَلَمْ يَقُمِ ابْنُ عَبَّاسٍ فَقَالَ الْحَسَنُ: أَلَيْسَ قَدْ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِجَنَازَةِ يَهُودِيٍّ؟ قَالَ: نَعَمْ ثُمَّ جلس. رَوَاهُ النَّسَائِيّ
