মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৮২
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮২। হযরত আলী মোরতয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (প্রথমে) আমাদিগকে জানাযা দেখিয়া দাঁড়াইতে বলিতেন। অতঃপর তিনি (উহা ত্যাগ করিয়া) বসিতে আরম্ভ করেন এবং আমাদিগকেও বসিতে নির্দেশ দেন। – আহমদ
وَعَنْ عَلِيٍّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَنَا بِالْقِيَامِ فِي الْجَنَازَةِ ثُمَّ جَلَسَ بَعْدَ ذَلِكَ وَأَمَرَنَا بِالْجُلُوسِ. رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৮২ | মুসলিম বাংলা