মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৮১
৫. তৃতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৮১। হযরত উবাদা ইবনে সামেত (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কোন লাশের অনুগমন করিতেন, বসিতেন না যাবৎ না উহা কবরে রাখা হইত। একবার এক ইহুদী আলেম তাঁহার নিকট আসিলেন এবং বলিলেন, হে মুহাম্মাদ! আমরাও এইরূপ করিয়া থাকি। রাবী বলেন, অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) (দাঁড়ান ছাড়িয়া দিয়া) বসিতে লাগিলেন এবং বলিলেনঃ তোমরা তাহাদের বিরুদ্ধাচরণ করিবে। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্ ; কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব। রাবী বিশর ইবনে রাফে' কবী (সবল) নহে।
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا تَبِعَ جَنَازَةً لَمْ يَقْعُدْ حَتَّى تُوضَعَ فِي اللَّحْدِ فَعَرَضَ لَهُ حَبْرٌ مِنَ الْيَهُودِ فَقَالَ لَهُ: إِنَّا هَكَذَا نضع يَا مُحَمَّدُ قَالَ: فَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «خَالِفُوهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَبِشْرُ بْنُ رَافِعٍ الرَّاوِي لَيْسَ بِالْقَوِيّ
