মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৭৩
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) জানাযার নামাযে সূরা ফাতেহা পাঠ করিয়াছেন। — তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَرَأَ عَلَى الْجَنَازَةِ بِفَاتِحَةِ الْكِتَابِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
তিরমিযী বলিয়াছেন, হাদীসটির সনদ সবল নহে। ইহার রাবী ইবরাহীম ইবনে ওসমান 'মুনকার' রাবী।
