মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৭২
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭২। হযরত সওবান (রাঃ) বলেন, একবার আমরা নবী করীম (ﷺ)-এর সহিত এক জানাযায় বাহির হইলাম। তিনি কতক লোককে আরোহীরূপে দেখিয়া বলিলেনঃ তোমরা কি লজ্জাবোধ কর না যে, আল্লাহ্র ফিরিশতাগণ পায়ে হ্যাঁটিয়া চলিয়াছেন আর তোমরা পশুর পিঠে আরোহণ করিয়াছ? – তিরমিযী ও ইবনে মাজাহ্ । আবু দাউদ ইহার অনুরূপ। তিরমিযী বলিয়াছেন, সওবানের এই রেওয়ায়তটি মউকুফ হিসাবে বর্ণিত।
وَعَنْ ثَوْبَانَ قَالَ: خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ؟ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَرَوَى أَبُو دَاوُدَ نَحْوَهُ وَقَالَ التِّرْمِذِيّ: وَقد روى عَن ثَوْبَان مَوْقُوفا
হাদীসের ব্যাখ্যা:
সম্ভবতঃ তাহারা অতি নিকট দিয়া চলিতেছিল। অন্যথায় আবশ্যক বোধে পশুতে সওয়ার হইয়া লাশের সহিত চলা জায়েয আছে। উপরে বর্ণিত মুগীরার হাদীস হইতে তাহা স্পষ্টভাবে বুঝা গিয়াছে।
