মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৭১
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৭১। বগবীর শরহে সুন্নাহ্য় রহিয়াছে, নবী করীম (ﷺ) হযরত সা'দ ইবনে মুআয সাহাবীর লাশ বহন করিয়াছিলেন, সম্মুখের দুইটি দণ্ডের মধ্যখানে হইয়া।
وَقَدْ رَوَى فِي «شَرْحِ السُّنَّةِ» : أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَمَلَ جَنَازَةَ سَعْدِ ابْن معَاذ بَين العمودين

হাদীসের ব্যাখ্যা:

লম্বা দণ্ড দুইটির সম্মুখের মাথা হয়তো খুব কাছাকাছি ছিল অথবা হুযূর পাশের ছোট দণ্ডটিকে আপন ঘাড়ের উপর লইয়াছিলেন।
এ ব্যাপারে ইমাম শাফেয়ী (রঃ) এই সিদ্ধান্তে পৌঁছিয়াছেন যে, লাশের খাটিয়া তিনজনে বহন করিবে, সম্মুখের দিকে একজন এবং পিছন দিকে দুইজনে। পক্ষান্তরে ইমাম আ'যম আবু হানীফা ইবনে মাসউদ হইতে বর্ণিত এক হাদীস অনুসারে চারিজনে বহন করিতে বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৭১ | মুসলিম বাংলা