মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৬৭
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৬৭। হযরত মুগীরা ইবনে শো'বা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) বলিয়াছেনঃ সওয়ার ব্যক্তি লাশের পিছনে চলিবে। আর পায়ে হ্যাঁটা ব্যক্তি লাশের পিছনে, সম্মুখে, ডানে, বামে এবং নিকট দিয়াও চলিতে পারে। (তিনি আরও বলিয়াছেন,) অপূর্ণ প্রসবিত বাচ্চারও জানাযা পড়িবে এবং তাহার পিতা মাতার জন্য (আল্লাহর দরবারে) ক্ষমা ও দো'আ প্রার্থনা করিবে। – আবু দাউদ
কিন্তু আহমদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহর বর্ণনায় রহিয়াছে, সওয়ার ব্যক্তি পিছনে চলিবে, পায়ে হ্যাঁটা ব্যক্তি যথা ইচ্ছা তথা দিয়া চলিবে এবং শিশুরও জানাযা পড়িবে। মাসাবীহতে হাদীসটি মুগীরা ইবনে যিয়াদ হইতে বর্ণিত হইয়াছে।
وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الرَّاكِبُ يَسِيرُ خَلْفَ الْجَنَازَةِ والماشي يمشي خلفهَا وأمامها وَعَن يَمِينهَا وَعَن يسارها قَرِيبا مِنْهَا وَالسَّقْطُ يُصَلَّى عَلَيْهِ وَيُدْعَى لِوَالِدَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ

وَفِي رِوَايَةِ أَحْمَدَ وَالتِّرْمِذِيِّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه قَالَ: «الرَّاكِب خلف الْجِنَازَة وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ» وَفِي المصابيح عَن الْمُغيرَة بن زِيَاد

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুসারে ইমাম আহমদ ইবনে হাম্বল (রঃ) বলেন, মরা প্রসবিত বাচ্চারও জানাযা পড়িতে হইবে। কেননা, হাদীসে জীবিত থাকার শর্ত নাই। কিন্তু ইমাম আবু হানীফা ও শাফেয়ী (রঃ) হযরত জাবের কর্তৃক বর্ণিত হাদীস (সম্মুখে আসিতেছে) অনুসারে জীবিত প্রসবিত হইলেই জানাযা পড়িতে বলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৬৭ | মুসলিম বাংলা