মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৬৮
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৬৮। তাবেয়ী যুহরী তাবেয়ী সালেম হইতে, তিনি তাঁহার পিতা হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করেন যে, তিনি (আব্দুল্লাহ্) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এবং হযরত আবু বকর ও ওমর (রাঃ) কে দেখিয়াছি, তাহারা লাশের আগে আগে চলিতেন। – আহমদ, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্ ।
وَعَنِ الزُّهْرِيِّ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ يَمْشُونَ أَمَامَ الْجَنَازَةِ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ وَأَهْلُ الْحَدِيثِ كَأَنَّهُمْ يَرَوْنَهُ مُرْسَلًا

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবত তাঁহারা কখনও কখনও কোন কারণে আগেই চলিয়াছেন; সব সময় নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৬৮ | মুসলিম বাংলা