মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৬৬
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৬৬। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিন ছাড়া একটি ঘোড়া আনা হইল এবং তিনি ইবনে দাহ্দাহ্-এর জানাযা হইতে ফিরিবার কালে উহাতে সওয়ার হইলেন আর আমরা তাঁহার পাশে পাশে হ্যাঁটিতে রহিলাম। —মুসলিম
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفَرَسٍ مَعْرُورٍ فَرَكِبَهُ حِينَ انْصَرَفَ مِنْ جَنَازَةِ ابْنِ الدَّحْدَاحِ وَنَحْنُ نمشي حوله. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

অপর এক রেওয়ায়তে আছে, যাইবার কালে তিনি সওয়ার হন নাই এবং বলিয়াছেন, ফেরেস্তাগণ হাঁটিয়া চলিয়াছেন। অতএব, আমার সওয়ার হইতে লজ্জা বোধ হইতেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৬৬ | মুসলিম বাংলা