মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৫৭
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৭। হযরত সামুরা ইবনে জুন্দুব (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একটি স্ত্রীলোকের জানাযার নামায পড়িয়াছি, যে নেফাসের মুদ্দতে মারা গিয়াছিল। হুযুর তাহার কোমর বরাবর দাড়াইয়াছিলেন। মোত্তাঃ
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ وَسَطَهَا
হাদীসের ব্যাখ্যা:
'নেফাস' প্রসবের পর নাপাককালীন সময়। এই হাদীস অনুসারে ইমাম শাফেয়ী (রঃ) স্ত্রীলোকের কোমর বরাবর দাঁড়াইতে বলেন। ইমাম আবু হানীফা (রঃ) বলেন, হুযূর পুরুষ স্ত্রী উভয়েরই সিনা বরাবর দাঁড়াইয়াছিলেন। সম্ভবতঃ তিনি সামান্য বামে দাঁড়াইয়াছিলেন বলিয়া সামুরা (রাঃ) উহাকে কোমর বলিয়া বর্ণনা করিয়াছেন।
