মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬৫৮
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৮। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরের নিকট পৌঁছিলেন, যাহাতে রাতে একটি লোককে দাফন করা হইয়াছিল। তিনি জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তিকে করে দাফন করা হইয়াছে ? সাহাবীগণ বলিলেন, গতরাতে। হুযুর বলিলেন আমাকে সংবাদ দিলে না কেন? তাহারা বলিলেন, হুযূর। আমরা তাহাকে রাত্রির অন্ধকারে দাফন করিয়াছি, আর তখন হুযুরকে জাগান পছন্দ করি নাই। ইহা শুনিয়া হুযূর দাড়াইলেন, আমরা তাহার পিছনে কাতারবন্দী হইয়া দাঁড়াইলাম। অতঃপর তিনি তাহার জানাযা পড়িলেন। মোত্তাঃ
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَبْرٍ دُفِنَ لَيْلًا فَقَالَ: «مَتَى دُفِنَ هَذَا؟» قَالُوا: الْبَارِحَةَ. قَالَ: «أَفَلَا آذَنْتُمُونِي؟» قَالُوا: دَفَنَّاهُ فِي ظُلْمَةِ اللَّيْلِ فَكَرِهْنَا أَنْ نُوقِظَكَ فَقَامَ فَصَفَفْنَا خَلفه فصلى عَلَيْهِ
