মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬৫৬
৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা
১৬৫৬। তাবেয়ী আবু সালামা ইবনে আব্দুর রহমান হইতে বর্ণিত আছে, যখন সাহাবী হযরত সা'দ ইবনে ওয়াক্কাস (রাঃ) ইন্তেকাল করিলেন, বিবি আয়েশা (রাঃ) বলিলেন, তাহাকে মসজিদে লইয়া আস যাহাতে আমিও তাহার জানাযা পড়িতে পারি। কিন্তু তাহার এই বাসনাকে নাপছন্দ করা হইল। ইহাতে তিনি বলিলেন, আল্লাহর কসম- স্বয়ং রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়যার দুই ছেলে— সুহাইল ও তাহার ভাইয়ের জানাযা মসজিদেই পড়িয়াছেন। —মুসলিম
الْمَشْيُ بِالْجَنَازَةِ وَالصَّلَاةُ عَلَيْهَا
وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ عَائِشَة لما توفّي سعد بن أبي وَقاص قَالَت: ادخُلُوا بِهِ الْمَسْجِد حَتَّى أُصَلِّي عَلَيْهِ فَأُنْكِرَ ذَلِكَ عَلَيْهَا فَقَالَتْ: وَاللَّهِ لَقَدْ صَلَّى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنَيْ بَيْضَاءَ فِي الْمَسْجِدِ: سُهَيْلٍ وَأَخِيهِ. رَوَاهُ مُسلم

হাদীসের ব্যাখ্যা:

ইমাম শাফেয়ী (রঃ) এই হাদীস অনুসারে মসজিদে জানাযার নামায পড়া জায়ে মনে করেন, পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রঃ) হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত অপর হাদীস অনুসারে ইহাকে মকরূহ বলেন। তাঁহার মতে বায়যার ছেলে ও অনুরূপ দুই এক জনের জানাযার নামায মসজিদে পড়া হুযুরের বিশেষ ব্যাপার ছিল। অপর বর্ণনায় রহিয়াছে, তখন তিনি মসজিদে এ'তেকাফে ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬৫৬ | মুসলিম বাংলা