মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬২৯
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিনের যখন মৃত্যু আসন্ন হয়, রহমতের ফিরিশতাগণ সাদা রেশমী কাপড় লইয়া তাহার নিকট আসেন এবং বলেন, (হে রূহ্ !) বাহির হইয়া আস আল্লাহর নির্ধারিত সুখ-শান্তি, সুখাদ্য এবং রোষহীন প্রভু পরওয়ারদেগারের দিকে, তুমি তাঁহার প্রতি সন্তুষ্ট ছিলে এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। তখন রূহ্ বাহির হইয়া আসে মেশকের সুগন্ধি অপেক্ষাও উত্তম সুগন্ধি সহকারে, আর ফিরিশতাগণ তাহাকে হাতবহাত গ্রহণ করিতে থাকেন, যাবৎ না তাহাকে লইয়া আসমানের দরজায় পৌঁছেন। তখন ফিরিশতাগণ (উপরের ফিরিশতাগণকে বলেন, লও, কি উত্তম সুগন্ধি তোমাদের নিকট আসিয়াছে যমীনের দিক হইতে! তখন তাঁহারা তাহাকে লইয়া মু'মিনগণের রূহসমূহের নিকট পৌঁছে। মু'মিনগণ তাহাকে পাইয়া আনন্দিত হন, তোমাদের কাহারও দূর দেশে অবস্থানকারী আত্মীয়ের আগমনের আনন্দ অপেক্ষাও অধিক। তখন মু'মিনগণ তাহাকে জিজ্ঞাসা করেন, অমুকের কি অবস্থা আর অমুকের কি অবস্থা? তখন ফিরিশতাগণ বলেন, তাহাকে প্রশ্ন করা ছাড়। সে দুনিয়ার কষ্টে ছিল (এখন তাহাকে শাস্তি দাও!) প্রশ্নের উত্তরে সে বলিবে, অমুক তো মরিয়া গিয়াছে। তোমাদের নিকট কি আসে নাই ? তখন তাঁহারা (মু'মিনরা) বলিবেন, নিশ্চয় তাহাকে তাহার মাতা হাবিয়া দোযখের দিকে লইয়া যাওয়া হইয়াছে।
আর কাফের, যখন তাহার মৃত্যু আসন্ন হয়, তাহার নিকট আযাবের ফিরিশতাগণ আসেন শক্ত চট লইয়া এবং বলেন, বাহির হইয়া আস আল্লাহর আযাবের দিকে। তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট ছিলে, তিনিও তোমার প্রতি অসন্তুষ্ট। তখন উহা বাহির হইয়া আসে সর্বাধিক দুর্গন্ধযুক্ত শবদেহের দুর্গন্ধ সহকারে এবং উহাকে লইয়া যান ফিরিশতাগণ যমীনের দরজার দিকে। তখন তাহারা বলেন, কি দুর্গন্ধ ইহা ! অবশেষে উহাকে ফিরিশতাগণ লইয়া যান কাফেরদের রূহের নিকটে (সিজ্জীনে)। – আহমদ ও নাসায়ী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا حُضِرَ الْمُؤْمِنُ أَتَتْ مَلَائِكَةُ الرَّحْمَةِ بِحَرِيرَةٍ بَيْضَاءَ فَيَقُولُونَ: اخْرُجِي رَاضِيَةً مَرْضِيًّا عَنْكِ إِلَى رَوْحِ اللَّهِ وَرَيْحَانٍ وَرَبٍّ غَيْرِ غَضْبَانَ فَتَخْرُجُ كَأَطْيَبِ رِيحِ الْمِسْكِ حَتَّى إِنَّهُ لَيُنَاوِلُهُ بَعْضُهُمْ بَعْضًا حَتَّى يَأْتُوا بِهِ أَبْوَابَ السَّمَاءِ فَيَقُولُونَ: مَا أَطْيَبَ هَذِهِ الرِّيحَ الَّتِي جَاءَتْكُمْ مِنَ الْأَرْضِ فَيَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْمُؤْمِنِينَ فَلَهُمْ أَشَدُّ فَرَحًا بِهِ مِنْ أَحَدِكُمْ بِغَائِبِهِ يَقْدُمُ عَلَيْهِ فَيَسْأَلُونَهُ: مَاذَا فَعَلَ فُلَانٌ مَاذَا فَعَلَ فُلَانٌ؟ فَيَقُولُونَ: دَعُوهُ فَإِنَّهُ كَانَ فِي غَمِّ الدُّنْيَا. فَيَقُولُ: قَدْ مَاتَ أَمَا أَتَاكُمْ؟ فَيَقُولُونَ: قَدْ ذُهِبَ بِهِ إِلَى أُمِّهِ الْهَاوِيَةِ. وَإِنَّ الْكَافِرَ إِذَا احْتُضِرَ أَتَتْهُ مَلَائِكَةُ الْعَذَابِ بِمِسْحٍ فَيَقُولُونَ: أَخْرِجِي ساخطة مسخوطا عَلَيْكِ إِلَى عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ. فَتَخْرُجُ كأنتن ريح جيفة حَتَّى يأْتونَ بِهِ بَابِ الْأَرْضِ فَيَقُولُونَ: مَا أَنْتَنَ هَذِهِ الرِّيحَ حَتَّى يَأْتُونَ بِهِ أَرْوَاحَ الْكُفَّارِ . رَوَاهُ أَحْمَدُ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬২৯ | মুসলিম বাংলা