মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬২৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যখন মু'মিনের রূহ্ বাহির হয়, দুইজন ফিরিশতা তাহাকে লুফিয়া লন এবং তাহাকে উপরে উঠাইয়া লন। (পরবর্তী রাবী) হাম্মাদ বলেন, অতঃপর তিনি তাহার সুগন্ধির কথা উল্লেখ করিলেন এবং মেশকের কথা উল্লেখ করিলেন। তৎপর বলিলেন, তখন আসমানবাসীরা বলেন, পবিত্র রূহ যমীনের দিক হইতে আসিয়াছে। তোমার প্রতি আল্লাহর রহমত হউক এবং সেই শরীরের প্রতি যাহাকে তুমি আবাদ (জিন্দা) রাখিয়াছিলে। অতঃপর তাহাকে তাহার পরওয়ারদেগারের নিকট লইয়া যাওয়া হয়। তখন বলা হয়, তাহাকে (তাহাদের জন্য নির্দিষ্ট স্থানে) লইয়া যাও, শেষ সময় অবধির জন্য (অর্থাৎ, কিয়ামত অবধির জন্য)।
অতঃপর হুযূর বলিলেন—কাফের, যখন তাহার রূহ্ বাহির হয়। হাম্মাদ বলেন, অতঃপর তিনি তাহার দুর্গন্ধের কথা উল্লেখ করিলেন এবং তাহার প্রতি আল্লাহর লা'নতের কথা বলিলেন এবং তৎপর কহিলেন, তখন আসমানবাসীরা বলেন, খবীস রূহ্ যমীনের দিক হইতে আসিয়াছে। তখন বলা হয়, তাহাকে লইয়া যাও (তাহার জন্য নির্দিষ্ট স্থানে) কিয়ামত অবধির জন্য। আবু হুরায়রা বলেন, তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার গায়ের উপরের চাদর নাকের উপর টানিয়া দিলেন (যেন তিনি দুর্গন্ধ পাইতেছেন)। —মুসলিম
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا خَرَجَتْ رُوحُ الْمُؤْمِنِ تَلَقَّاهَا مَلَكَانِ يُصْعِدَانِهَا» . قَالَ حَمَّادٌ: فَذَكَرَ مِنْ طِيبِ رِيحِهَا وَذَكَرَ الْمِسْكَ قَالَ: وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ: رُوحٌ طَيِّبَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الْأَرْضِ صَلَّى اللَّهُ عَلَيْكِ وَعَلَى جَسَدٍ كُنْتِ تُعَمِّرِينَهُ فَيُنْطَلَقُ بِهِ إِلَى رَبِّهِ ثُمَّ يَقُولُ: انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الْأَجَلِ . قَالَ: «وَإِنَّ الْكَافِرَ إِذَا خَرَجَتْ رُوحُهُ» قَالَ حَمَّادٌ: وَذَكَرَ من نتنها وَذكر لعنها. وَيَقُولُ أَهْلُ السَّمَاءِ: رُوحٌ خَبِيثَةٌ جَاءَتْ مِنْ قِبَلِ الْأَرْضِ فَيُقَالُ: انْطَلِقُوا بِهِ إِلَى آخِرِ الْأَجَل قَالَ أَبُو هُرَيْرَة: فَرد رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ريطة كَانَت عَلَيْهِ على أَنفه هَكَذَا. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬২৮ | মুসলিম বাংলা