মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬২৬
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. তৃতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে জা'ফর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা তোমাদের মৃত্যু আসন্ন ব্যক্তিদিগকে তালকীন করিবে, “আল্লাহ্ ব্যতীত কোন উপাস্য নাই, যিনি বড় সহিষ্ণু ও মহানুভব। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করিতেছি, যিনি মহান আরশের প্রভু পরওয়ারদেগার। আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি জগৎ সমূহের প্রতিপালক প্রভু।” সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, হুযুর! ইহা জিন্দাদের জন্য কেমন? হুযূর বলিলেন, বহুত উত্তম বহুত উত্তম। — ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَن عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ كَيْفَ لِلْأَحْيَاءِ؟ قَالَ: «أَجود وأجود» . رَوَاهُ ابْن مَاجَه