মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬২২
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২২। হযরত মা'কেল ইবনে ইয়াসার (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের মৃত ব্যক্তিদের নিকট ‘সূরা ইয়াসীন' পড়িবে। —আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্
وَعَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «اقرؤوا سُورَةَ (يس)
عَلَى مَوْتَاكُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
عَلَى مَوْتَاكُمْ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه
হাদীসের ব্যাখ্যা:
'মৃত' অর্থাৎ, যাহার মৃত্যু আসন্ন অথবা যে মরিয়া গিয়াছে, অথচ এখনও দাফন করা হয় নাই। সূরা ইয়াসীনে ঈমান ও হাশর- নশরের জরুরী কথাসমূহ রহিয়াছে। মৃত্যু আসন্ন ব্যক্তির নিকট ইহা পাঠ করা হইলে তাহার অন্তর ঈমানের বলে বলীয়ান হয় এবং মৃত্যুবরণ তাহার পক্ষে আসান হয়।
