মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬২৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬২৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ওসমান ইবনে মাউনকে মৃত অবস্থায় চুম্বন করিয়াছেন, আর তখন তিনি কাঁদিতেছিলেন যাহাতে নবী করীম (ﷺ)-এর অশ্রু ওসমানের চেহারার উপর পড়িয়াছিল। — তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الجنائز
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبَّلَ عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ وَهُوَ يَبْكِي حَتَّى سَالَ دُمُوعُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى وَجْهِ عُثْمَانَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

'চুম্বন করিয়াছিলেন' ইহাতে বুঝা যায় যে, মৃত ব্যক্তি পাক। বিস্তারিত বিবরণ সামনের অধ্যায়ে আসিতেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান