মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১৪
২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৪। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, এক দিন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট বসিয়াছিলাম। তিনি আমাদিগকে (কিয়ামত ও পরকালের কথা) স্মরণ করাইলেন এবং আমাদের অন্তরকে গলাইয়া দিলেন। ইহাতে সা'দ ইবনে আবু ওয়াক্কাস কাঁদিতে লাগিল এবং বহু কাঁদিল। অতঃপর বলিল, আহা, যদি মরিয়া যাইতাম! ইহা শুনিয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ সা'দ, তুমি আমার সম্মুখে থাকিয়াও মৃত্যু কামনা করিতেছ ? ইহা হুযূর তিনবার বলিলেন। অতঃপর বলিলেন, হে সা'দ ! যদি তুমি বেহেশতের জন্য সৃষ্ট হইয়া থাক, তাহা হইলে তোমার হায়াত যত দীর্ঘ হইবে এবং তোমার আমল যত নেক হইবে, ততই তাহা তোমার জন্য মঙ্গল। – আহমদ
وَعَنْ أَبِي أُمَامَةَ قَالَ: جَلَسْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَّرَنَا وَرَقَّقَنَا فَبَكَى سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فَأَكْثَرَ الْبُكَاءَ فَقَالَ: يَا لَيْتَنِي مِتُّ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا سَعْدُ أَعِنْدِي تَتَمَنَّى الْمَوْتَ؟» فَرَدَّدَ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ قَالَ: «يَا سَعْدُ إِنْ كُنْتَ خُلِقْتَ لِلْجَنَّةِ فَمَا طَالَ عُمْرُكَ وَحَسُنَ مِنْ عَمَلِكَ فَهُوَ خَيْرٌ لَك» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

হুযুরের সাহচর্য লাভ করা এবং হুযূরের চেহারা মোবারক দর্শন করা অপেক্ষা উত্তম নেক্ আমল আর কি হইতে পারে? এজন্যই হুযূর বলিলেন, আমার সম্মুখে থাকিয়াও মৃত্যু কামনা করিতেছ ?
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬১৪ | মুসলিম বাংলা