মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১৩
২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৩। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা মৃত্যু কামনা করিবে না। কেননা, মৃত্যুর ভয়াবহতা বড় শক্ত। এ ছাড়া বন্দার হায়াত দীর্ঘ হওয়া এবং আল্লাহ্ তা'আলার তাহাকে তওবার তাওফীক দেওয়া সৌভাগ্যের বিষয়। – আহমদ
عَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمَنَّوُا الْمَوْتَ فَإِنَّ هَوْلَ الْمُطَّلَعِ شَدِيدٌ وَإِنَّ مِنَ السَّعَادَةِ أَنْ يَطُولَ عُمْرُ الْعَبْدِ وَيَرْزُقَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ الْإِنَابَة» . رَوَاهُ أَحْمد

হাদীসের ব্যাখ্যা:

'মৃত্যু'—মূলে মোত্তালা' শব্দ রহিয়াছে। ইহার অর্থ পাহাড়ের পাদদেশ হইতে ঊর্ধ্বদেশে উঠিবার পথ। পাহাড়ের শীর্ষস্থান, যথায় দাঁড়াইলে চারিদিক দেখা যায়। মৃত্যুকে ইহার সহিত তুলনা করা হইয়াছে। কেননা, মৃত্যুর সাথে সাথেই পরপারের সব কিছু দেখা যায়— বেহেস্ত কিংবা দোযখ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬১৩ | মুসলিম বাংলা