মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬১২
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১২। হযরত আনাস (রাঃ) বলেন, একবার নবী করীম (ﷺ) একটি যুবকের নিকট পৌঁছিলেন, যুবকটির তখন মুমূর্ষু অবস্থা। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, নিজকে কিরূপ বোধ করিতেছ ? সে উত্তর করিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি আল্লাহর রহমতের আশা রাখি। কিন্তু সাথে সাথে আমার গোনাহসমূহের দরুন ভয়ও করি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এরূপ স্থলে (মৃত্যুকালে) কোন বন্দার অন্তরে এই দুইটি বিষয় একত্র হইতে পারে না; কিন্তু আল্লাহ্ তাআলা তাহাকে দান করেন, যাহার সে আশা রাখে এবং নিরাপদে রাখেন তাহাকে যাহা হইতে সে ভয় করে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ ; কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব।
وَعَن أنس قَالَ: دخل النَّبِي عَلَى شَابٍّ وَهُوَ فِي الْمَوْتِ فَقَالَ: «كَيْفَ تجدك؟» قَالَ: أرجوالله يَا رَسُولَ اللَّهِ وَإِنِّي أَخَافُ ذُنُوبِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدٍ فِي مِثْلِ هَذَا الْمَوْطِنِ إِلَّا أَعْطَاهُ اللَّهُ مَا يَرْجُو وَآمَنَهُ مِمَّا يَخَافُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ هَذَا حَدِيث غَرِيب
