মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬১১
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১১। হযরত উবায়দুল্লাহ্ ইবনে খালেদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আকস্মিক মৃত্যু গযবের ধরা (অর্থাৎ, আল্লাহর গযবস্বরূপ)। —আবু দাউদ
কিন্তু বায়হাকী ও রবীনের বর্ণনায় অধিক রহিয়াছে, আকস্মিক মৃত্যু গযবের ধরা কাফেরের পক্ষে এবং রহমত মু'মিনের পক্ষে।
কিন্তু বায়হাকী ও রবীনের বর্ণনায় অধিক রহিয়াছে, আকস্মিক মৃত্যু গযবের ধরা কাফেরের পক্ষে এবং রহমত মু'মিনের পক্ষে।
وَعَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ خَالِدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْتُ الْفُجَاءَة أَخْذَةُ الْأَسَفِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَزَادَ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ وَرَزِينٌ فِي كِتَابِهِ: «أَخْذَةُ الأسف للْكَافِرِ وَرَحْمَة لِلْمُؤمنِ»
