মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১০
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১০। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মু'মিন মরে তাহার কপালের ঘামের সাথে। – তিরমিযী, নাসায়ী ও ইবনে মাজাহ্
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُؤْمِنُ يَمُوتُ بِعَرَقِ الْجَبِينِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, মু'মিনের মউত কষ্টের সাথে হয়, যাহাতে তাহার গোনাহ্ মাফ হইয়া যায়। কাহারও মতে ইহার অর্থ, হালাল রুযীর জন্য মাথার ঘাম পায়ে ফেলিয়া মরে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান