মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৬০৯
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬০৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ মৃত্যু হইল মু'মিনের তোফা। – বায়হাকী শোআবুল ঈমানে
وَعَن عبد الله بن عَمْرو قَالَ ك قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تُحْفَةُ الْمُؤْمِنِ الْمَوْتُ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان
হাদীসের ব্যাখ্যা:
মৃত্যুই মানুষকে আল্লাহর সাক্ষাৎ এবং চিরস্থায়ী সুখের দিকে পৌঁছায়। সুতরাং মৃত্যু হইল মু'মিনের জন্য আল্লাহর প্রথম তোহফা বা উপহার।
