মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬০৮
২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬০৮। হযরত ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) একদিন তাঁহার সাহাবীগণকে বলিলেন, আল্লাহকে লজ্জা করার মত লজ্জা করিবে। তাহারা বলিলেন, 'আলহামদু লিল্লাহ্' আমরা আল্লাহকে লজ্জা করিয়া থাকি, হে আল্লাহর নবী! হুযূর বলিলেনঃ তাহা নহে; বরং যে ব্যক্তি আল্লাহকে লজ্জা করার মত লজ্জা করে, সে যেন হেফাযত করে আপন শিরকে এবং শির যাহাকে রক্ষা করিয়াছে তাহাকে এবং হেফাযত করে আপন পেটকে এবং পেট যাহাকে ধারণ করিয়াছে তাহাকে। অধিকন্তু স্মরণ করে মৃত্যুকে এবং মৃত্যুর পর মাটিতে বিলীন হইয়া যাওয়াকে। আর যে আখেরাতকে চায়, সে যেন ত্যাগ করে দুনিয়ার বিলাস-ব্যাসনকে। যে এ সকল করিয়াছে সে-ই আল্লাহকে লজ্জা করার মত লজ্জা করিয়াছে। —আহমদ ও তিরমিযী। কিন্তু তিরমিযী বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ لِأَصْحَابِهِ: «اسْتَحْيُوا مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ» قَالُوا: إِنَّا نَسْتَحْيِي مِنَ اللَّهِ يَا نَبِيَّ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ قَالَ: «لَيْسَ ذَلِكَ وَلَكِنَّ مَنِ اسْتَحْيَى مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ فَلْيَحْفَظِ الرَّأْسَ وَمَا وَعَى وَلْيَحْفَظِ الْبَطْنَ وَمَا حَوَى وَلْيَذْكُرِ الْمَوْتُ وَالْبِلَى وَمَنْ أَرَادَ الْآخِرَةَ تَرَكَ زِينَةَ الدُّنْيَا فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدِ اسْتَحْيَى مِنَ اللَّهِ حَقَّ الْحَيَاءِ» . رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

'হেফাযত করে শিরকে' —অন্যের নিকট অবনত করা হইতে। 'শির যাহাকে রক্ষা করিয়াছে' অর্থাৎ, মস্তিষ্ক। উহাকে রক্ষা করে অহঙ্কার, অহমিকা হইতে। 'পেটকে' — হারাম খাওয়া হইতে। পেট যাহাকে ধারণ করিয়াছে অর্থাৎ, হৃদয়। হৃদয়কে রক্ষা করে অজ্ঞতা ও আল্লাহ্ ছাড়া অপরের ভালবাসা হইতে ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬০৮ | মুসলিম বাংলা