মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৬১৫
২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৫। তাবেয়ী হারেসা ইবনে মুযাররাব বলেন, আমি একবার হযরত খাব্বাব (ইবনে আরত্ত সাহাবী)-এর নিকট পৌঁছিলাম। দেখিলাম, তিনি তাঁহার শরীরের সাত জায়গায় আগুনের দাগ দিয়াছেন। এ সময় তিনি বলিলেন, আমি যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে না শুনিতাম — “ তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে,” তাহা হইলে নিশ্চয় আমি মৃত্যু কামনা করিতাম। আমি নিজেকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত এইরূপ পাইয়াছি যে, আমি এক দিরহামেরও অধিকারী ছিলাম না, আর এখন আমার ঘরের কোণে চল্লিশ হাজার দিরহাম রহিয়াছে। (ইহা আমার প্রতি আল্লাহর পরীক্ষাবিশেষ।) রাবী হারেসা বলেন, অতঃপর তাঁহার নিকট তাঁহার কাফনের কাপড় আনা হইল। যখন তিনি উহা দেখিলেন, কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, হায়, হযরত হামযা! তাঁহার জন্য কাফন পাওয়া যায় নাই একটি পুরান চাদর ব্যতীত। (তাহাও আবার এত খাট) যখন উহা তাঁহার মাথার উপর দেওয়া হইত তাঁহার পা খুলিয়া যাইত, আর যখন পায়ের উপর দেওয়া হইত, মাথা খুলিয়া যাইত, অবশেষে উহা তাঁহার মাথার দিকে টানিয়া দেওয়া হইল এবং পায়ের উপর ইয়খার ঘাস ছড়াইয়া দেওয়া হইল। —আমদ ও তিরমিযী; কিন্তু তিরমিযী 'তাহার কাফনের কাপড়' ওয়ালা অংশ বর্ণনা করেন নাই ।
عَن حَارِثَةَ بْنِ مُضَرَّبٍ قَالَ: دَخَلْتُ عَلَى خَبَّابٍ وَقَدِ اكْتَوَى سَبْعًا فَقَالَ: لَوْلَا أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُول: «لَا يَتَمَنَّ أَحَدُكُمُ الْمَوْتَ» لَتَمَنَّيْتُهُ. وَلَقَدْ رَأَيْتُنِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَمْلِكُ دِرْهَمًا وَإِنَّ فِي جَانِبِ بَيْتِيَ الْآنَ لَأَرْبَعِينَ أَلْفَ دِرْهَمٍ قَالَ ثُمَّ أُتِيَ بِكَفَنِهِ فَلَمَّا رَآهُ بَكَى وَقَالَ لَكِنَّ حَمْزَةَ لَمْ يُوجَدْ لَهُ كَفَنٌ إِلَّا بُرْدَةٌ مَلْحَاءُ إِذَا جُعِلَتْ عَلَى رَأْسِهِ قَلَصَتْ عَنْ قَدَمَيْهِ وَإِذَا جُعِلَتْ عَلَى قَدَمَيْهِ قَلَصَتْ عَنْ رَأْسِهِ حَتَّى مُدَّتْ عَلَى رَأْسِهِ وَجُعِلَ عَلَى قَدَمَيْهِ الْإِذْخِرُ. رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ إِلَّا أَنَّهُ لَمْ يذكر: ثمَّ أُتِي بكفنه إِلَى آخِره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৬১৫ | মুসলিম বাংলা