মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৬
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮৬। তাবেয়ী শাকীক বলেন, একবার হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) অসুস্থ হইয়া পড়িলেন, আর আমরা তাঁহাকে দেখিতে গেলাম। তিনি কাঁদিতে লাগিলেন। ইহাতে কেহ তাহাকে ভর্ৎসনা করিল। তখন তিনি বলিলেন, আমি রোগের কারণে কাঁদিতেছি না। কেননা, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন; রোগ হইতেছে গোনাহর কাফ্ফারা। আমি এই জন্য কাঁদিতেছি যে, ইহা আমার বৃদ্ধকালে আমাতে পৌঁছিল এবং আমার শক্তির যুগে পৌঁছিল না। (যখন আমি বেশী এবাদত করিতাম) কেননা, বন্দা যখন রোগগ্রস্ত হয়, তাহার জন্য সেই সওয়াব লেখা হয়, যাহা তাহার রোগগ্রস্ত হওয়ার পূর্বে তাহার জন্য লেখা হইত, আর রোগ তাহাকে তাহা করিতে বাধা দিয়াছে। —রযীন
وَعَن شَقِيق قَالَ: مرض عبد الله بن مَسْعُود فَعُدْنَاهُ فَجَعَلَ يَبْكِي فَعُوتِبَ فَقَالَ: إِنِّي لَا أَبْكِي لِأَجْلِ الْمَرَضِ لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «الْمَرَضُ كَفَّارَةٌ» وَإِنَّمَا أبْكِي أَنه أَصَابَنِي عَلَى حَالِ فَتْرَةٍ وَلَمْ يُصِبْنِي فِي حَال اجْتِهَاد لِأَنَّهُ يكْتب للْعَبد من الْجَرّ إِذَا مَرِضَ مَا كَانَ يُكْتَبُ لَهُ قَبْلَ أَنْ يَمْرَضَ فَمَنَعَهُ مِنْهُ الْمَرَضُ. رَوَاهُ رَزِينٌ
