মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৫৮৫
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮৫। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ পরওয়ারদেগারে আলম সুবহানাহু ও তা'আলা বলেন, আমার মহিমা ও প্রতাপের কসম, আমি দুনিয়া হইতে কাহাকেও বাহির করিব না, যাহাকে আমি ক্ষমা করিয়া দেওয়ার ইচ্ছা রাখি, যাবৎ না তাহার ঘাড়ে অবস্থিত প্রত্যেক অপরাধকে তাহার শরীরে কোন রোগ অথবা রিযিকের কমি দ্বারা বিনিময়রূপে করিয়া লই। —রযীন
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ الرَّبَّ سُبْحَانَهُ وَتَعَالَى يَقُولُ: وَعِزَّتِي وَجَلَالِي لَا أُخْرِجُ أَحَدًا مِنَ الدُّنْيَا أُرِيد أَغْفِرَ لَهُ حَتَّى أَسْتَوْفِيَ كُلَّ خَطِيئَةٍ فِي عُنُقِهِ بِسَقَمٍ فِي بَدَنِهِ وَإِقْتَارٍ فِي رِزْقِهِ . رَوَاهُ رزين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ১৫৮৫ | মুসলিম বাংলা