মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৪
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) এক পীড়িত ব্যক্তিকে দেখিতে যাইয়া বলিলেনঃ সুসংবাদ গ্রহণ কর! আল্লাহ্ তা'আলা বলেনঃ উহা আমার আগুন। দুনিয়াতে আমি উহা আমার মু'মিন বন্দার প্রতি পাঠাই, যাহাতে কিয়ামতে উহা তাহার দোযখের আগুনের বিকল্প হইয়া যায়। —আমদ, ইবনে মাজাহ্ ও বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ مَرِيضًا فَقَالَ: أَبْشِرْ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: هِيَ نَارِي أُسَلِّطُهَا عَلَى عَبْدِي الْمُؤْمِنِ فِي الدُّنْيَا لِتَكَوُنَ حَظَّهُ مِنَ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ . رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ والْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَان
