মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
হাদীস নং: ১৫৮৭
১. তৃতীয় অনুচ্ছেদ - রোগী দেখা ও রোগের সাওয়াব
১৫৮৭। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ)— তিন দিনের পূর্বে কোন পীড়িতকে দেখিতে যাইতেন না। —ইবনে মাজাহ্, আর বায়হাকী শোআবুল ঈমানে
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَعُودُ مَرِيضًا إِلَّا بَعْدَ ثَلَاثٍ. رَوَاهُ ابْنُ مَاجَهْ وَالْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
হাদীসের ব্যাখ্যা:
মুহাদ্দেস আবু হাতেম হাদীসটিকে মাওযু' বলিয়াছেন। ইহার রাবী মাসলামা ইবনে আলী 'মারূক' বা গ্রহণের অযোগ্য। সুতরাং রোগের প্রথমাবস্থায়ও রোগীকে দেখিতে যাওয়া যায়। কলেরা রোগী তিন দিন টিকেও না।
